পোস্টগুলি

2012 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

♣♣ দক্ষিণ তালপট্টি দ্বীপ ভেঙ্গে দিচ্ছে ভারত......

ছবি
·         বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন সংলগ্ন তালপট্টি দ্বীপটি সুকৌশলে ভারত ভেঙ্গে দিচ্ছে । বাংলাদেশের সীমানায় বৃহৎ এ দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য ভারত উজানে হাড়িয়াভাঙ্গা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করছে । ফলে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে বরং সম্প্রতি সেখানে ভাঙন শুরু হয়েছে । ওদিকে চার-পাঁচ বছর আগে থেকে ভারত বিশ্বব্যাপী প্রচার শুরু করেছে যে , তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে । এর কোন অস্তিত্ব বর্তমানে আর নেই । কিন্তু বাস্তবতা হচ্ছে , তালপট্টি দ্বীপের অস্তিত্ব এখনো আছে এবং ভাটার সময়ে এর চূড়া সামান্য ভেসে ওঠে । কিন্তু জোয়ারে পুরোপুরি ডুবে যায় । আগে যত দ্রুত দ্বীপটি গড়ে উঠছিল , বর্তমানে সেভাবে আর গড়ছে না । তবে বিলীন হয়নি । গত সপ্তাহেও গুগলের স্যাটেলাইট মানচিত্রে তালপট্টি দ্বীপটির অস্তিত্ব দেখা গেছে । বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞান ও ভূগোল বিশেষজ্ঞ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুর রব এসব তথ্য জানিয়ে বলেন , দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের । একাত্তরের স্বাধীনতার পর থেকে ভারত জোরপ

স্বপ্ন শুধু স্বপ্ন

চোখের পাতা বুজে আসছে ঘুমে । সারাদিনের অবিরত ক্লান্তির বহিপ্রকাশ হিসেবে ঘুমে ছেয়ে গেছে মৃন্ময়ীর দুটি চোখ । অথচ কিছুতেই ঘুমতে ইছছে করছে না তার । কিন্তু অবশ , অসাড় শরিরের সাথে আর পেরে উঠলনা সে । আস্তে আস্তে তার দুচোখ বুজে আসলো কিন্তু হটাত করেই জেগে যায় মৃন্ময়ী । নিজেকে বুঝতে চেস্টা করে সে কোথায় ?? তারপর হু হু করে কেদে ওঠে । জানালার পাশে রেলিং ধরে খলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে পিছন দিকের কথা... । ফাহিমের সাথে প্রথম তার প্রথম পরিচয় ফেইসবুকে । মৃন্ময়ী তখন নতুন আইডি খুলেছে । হটাত একদিন একটা আইডি থেকে সে ম্যাসেজ পাই । লিখাঃ ......ঃ   বন্ধু হবে?? মৃন্ময়ীঃ   এত সহজ?? ......ঃ     তুমি যদি করে নাও তাহলে সহজ । মৃন্ময়ীঃ   মতলব কি? ......ঃ   কিছুনা ।। শুধু বন্ধু হতে চাই এভাবেই কথা হতে থাকে অদের । আস্তে আস্তে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় । ফাহিম একদিন মৃন্ময়ীর ফোন নাম্বার চাই । মৃন্ময়ী দিয়ে দেয় অকপটে । সারাক্ষণ কথা হত দুজনের । কত নির্ঘুম রাত যে অরা পার করেছে তার কোন হিসাব মহাকালের গণ্ডিতে আসে কিনা জানা নেই। খুবই সুন্দর চলছিল ওদের। দুজন দুজন কে খুব ভালো বুঝত। প্রতিদিন ওদ