পোস্টগুলি

2013 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশ - আজম খান

শিরোনামঃ বাংলাদেশ কন্ঠঃ আজম খান অ্যালবামঃ বাংলাদেশ ————————————– রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ(২) কত আশা ছিল তাঁর জীবনে সব স্মৃতি রেখে গেল মরণে(২) মা তাঁর পাশে চেয়ে বসে আছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কত মার অশ্রু আজ নয়নে কে তা মুছাবে বা কেমনে(২) যে চলে যায় সে কি ফিরে আসে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

সাত দিন

\\.....Day 1 পটভূমি ..... 00:01-02:50 // ...................................... ............Instrumental........... ...................................... \\.....Day 2  সন্তান .... 02:51-06:30// অশ্লীল আধাঁর কালো ঘরে বসে আমি একা কেউ নেই মোর পাশে চারিদিকে শুধুই শুন্যতা জানালাটা দিয়ে জোসনা দেখার চেষ্টা উল্টাতে শুরু করি.....হারানো স্মৃতির পাতা আজ আমার রক্তের রঙ হয়ে গেছে কালো কে যেন ডাকছে আমায় নরক দেখতে চলো মনে পড়ছে মা আজ তোমায় বাবার সেই কথা গুলো মোরে কাঁদায় ছেলে আমার অনেক বড় হবে তারাঘেরা ঐ আকাশটা ছুবে ছেলে আমার অহংকার বলতো আমার বাবা বারবার সেই ছেলে আজ একাকী বসে আধাঁরে মৃত্যুর দিন গুনে আকাশ ছোঁয়া তো দূরের কথা জোসনাটাই   সে দেখতে পায়না আধাঁর মোরা ফুসফুস আমার যে কেঁদে উঠে জীবনের শেষ ছয়টি দিন আজ বিদ্রুপ করে মোরে মনে পড়ছে মা আজ তোমায় বাবার সেই কথা গুলো মোরে কাঁদায় ছেলে আমার অনেক বড় হবে তারাঘেরা ঐ আকাশটা ছুবে ছেলে আমার অহংকার বলতো আমার বাবা বারবার সেই ছেলে আজ একাকী বসে আধাঁরে মৃত্যুর দিন গুনে আকাশ

ব্রন সমস্যা এর সমাধান ( ছেলেদের জন্য)

ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রন । মুখে এসব ব্রনের দাগের জন্য চিন্তায় কাটাচ্ছেন । চিন্তার কোন কারণ নেই । ব্রন থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন । দেখুন আপনি অনেক ভাল থাকবেন । — ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন — বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন। — ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এই কারণেই পনির , দুধ এবং দই কম খান। — কোল ড্রিংকস খাওয়া একেবারেই বন্ধ করে দিন। — আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন। — খুব বেশি পরিমাণে পানি খান। দিনে যদি দু লিটার পানি খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে। পানি বেশি খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে। আপনি ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। — আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে