পোস্টগুলি

জানুয়ারী, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অকারনে মন খারাপ হয়না

কিছু মানুষ এর মতে “মানুষের নাকি অকারনেই মন খারাপ হয়”। এইটা আমার বোধগম্য নয়। মানুষের মন অনেক বৈচিত্র্যময় সেইটা আমি মানি , কিন্তু কোন সুনির্দিষ্ট কারন ছাড়া আপনার মন কখনোই খারাপ হবে না। সেই কারণটি হতে পারে অনেক গুরুতর বা তুচ্ছ, মন খারাপের পিছনে সুনির্দিষ্ট একটা কারন থাকবেই । কারন মানুষের মন অনেক স্পর্শকাতর । অল্প আনন্দে যেমন এটি আপনাকে প্রফুল্ল রাখবে ঠিক মৃদু কোন কারনে হৃদয় ভেঙ্গে যেতে পারে।  যদি আপনি আপনার মন খারাপের জন্য কোন কারন খুজে না পান বা কাউ কে বলেন যে আপনার মন খারপের পিছে কোন কারন নেই , তাহলে যেইটা হচ্ছে সেইটা হলো আপনি আপনার মন খারাপ এর সুনির্দিষ্ট কারন কাউকে বলতে চাচ্ছেন না। 

পাওয়া না পাওয়ার এক বছর - ২০১৩

মনে আছে সেই রাত টির কথা , "৩১শে ডিসেম্বর ২০১২ " অনেক কিছুর পালা বদলে নতুন করে এসেছিলো নতুন বছর ২০১৩, আজ পৌঁছে গেছে তার অন্তিমলগ্নে। অনেক কিছুই বদলে দিয়ে গেছে বছরটি , কিছু পেয়েছি , কিছু হারিয়েছি। না পাওয়ার বেদনা চেপে ফেলে পাওয়ার অনন্দ মেতে উঠার চেষ্টা করেছি।  * জানুয়ারি থেকেই শুরু হরতাল অবরোধ এর বছর ২০১৩, মনে পড়ে জানুয়ারিতে যখনই এক্সাম এর প্রস্তুতি খারাপ থাকতো , তখ নি কামনা করতাম হরতাল এর। যার ফলশ্রুতিতে এক মাসের টার্ম ফাইনাল ২ মাস লেগেছিলো শেষ করতে ।  * রাজাকার এর ফাসির দাবিতে পুরো বাংলাদেশ জেগে উঠেছিলো , ঢাকার শাহবাগ , খুলনার শিববাড়ি , চট্টগ্রাম এর প্রেসক্লাবে নেমেছিলো বিপুল জনস্রোত। * কথায় আছে আনলাকি থার্টিন। এই কথাটিকে পূর্ণতা দিতেই যেন ২০১৩ সালে পৃথিবী ছেড়ে চলে গেলেন অনেক গুনী মানুষ। মান্না দে , হুগো শ্যাভেজ , নেলসন ম্যান্ডেলা, ডেভিড ফ্রস্ট , রনি বিগস , পল ওয়াকার, কেন নরটন সহ অনেকে । * প্রিয় কিছু মানুষ কে পেয়েছি আমার সাথে। যাদের উপস্থিতিতে আমার জীবন একটু হলেও ভিন্ন মাত্রা পেয়েছে । পেয়েছি একজন ভবিষ্যতের ব্লগার ।  * ক্রিকেট থেকে হারিয়েছি শচিন , ক্যালিস , হাসি দের মত জীবন্ত

__ নতুন বছরের প্রথম দিন

জানালা দিয়ে শীতের সকালের মিষ্টি রোদ এসে পরেছে আমার গায়ে , ঘুমু ঘুমু চোখে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে দেখি সকাল আট টা বাজে । স্থিতি জড়তায় আড়ষ্ট শরীর কিছুতেই কম্বল ছেড়ে উঠতে চাচ্ছে না । মোবাইল টি তুলে নিলাম কিছুক্ষনের জন্য, ঘুরে আসলাম ফেসবুক থেকে । এর মাঝে পাশের রুম থেকে আম্মুর ডাকে বিছানা ছেড়ে উঠলাম । ব্রাশ টা হাঁতে নিয়ে , উঠান দিয়ে হেঁটে বেড়ালাম । সকালের মিষ্টি রোদ এসে গ ায়ে পড়ছে। কতদিন এই রকম শীতের সকাল কাটায় না !!! কিছুক্ষন পর নাশতা করলাম । স্কুলের আমাদের ব্যাচের সবার এক হওয়ার কথা ছিলো । উদ্দেশ্য সবাই আজ আমাদের বাসা থেকে ৫-৬ কিলোমিটার দূরে বন্ধু  Bichitra Biswas  এর বাড়ি যাবো । এই উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম সকাল দশটায়। অতিপরিচত এই আকা বাকা মেঠো রাস্তা ধরে এগিয়ে চলছিলাম বাজারের দিকে , মাঝপথে বন্ধু Alohin Robi  এর সাথে দেখা । অনেক দিন পর দেখা (মাঝে যদিও স্কাইপে দেখছিলাম কিছুদিন ) । ওর স্বভাব সুলভ এক চিলতে হাসি ফুটে উঠলো ওর মুখে। এইটার সাথে আমি পরিচিত। একসাথে আমাদের প্রানের স্কুল মাঠে এসে বসলাম দুইজন । কিছু পুরানো কথা , কিছু নতুন দিনের পরিকল্পনা এই নিয়েই কথা বলে যাচ্ছিলাম দুইজন। এরই মাঝে