“ফুটবল” জড়িয়ে আছে জীবনের প্রতিটি মুহূর্তে

ছাত্র জীবনের নিয়মিত কার্যক্রম টিউশনি সেরে রাস্তা দিয়ে হাঁটছি । সুন্দরবন কলেজের সামনে দিয়ে হাঁটছি নিয়ন আলোর রাজ পথে। ঝিরিঝিরি বাতাসে রাতের ব্যাস্ত নগরীর ব্যাস্ত রাস্তা ধরে হাঁটছি । আলিয়া মাদ্রাসার পাশে একটি যায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে ।
হুজুরের একটি ভাষ্য আমার কান ভেদ করে মস্তিস্কের নিউরনে আঘাত করলো আর সাথে সাথেই আমি থেমে গেলাম ।
হুজুরের ভাষ্য টা ছিল এমন “আপনাদের খুলনা শহরে তো অনেক বড় বড় স্টেডিয়াম আছে , ফুটবল , ক্রিকেট নিয়মিতই দেখেন আপনারা , তো মনে করেন মেসি অথবা রোনালদো একটা ফুটবলে কিক মারলো খেলার সময়ে। বলটি সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে গিয়ে পড়লো , তাহলে কি হবে ?? আউট বল । কারন একটা সিমানার বাইরে বল যাওয়ার জন্য সেইটা আর বিবেচনায় আনা হবে না। তো আপনারা যারা প্যান্ডেল এর নির্দিষ্ট সীমার বাইরে দাড়িয়ে আছেন বা ঘোরাফেরা করছেন আপনারাও কিন্তু আউট অফ এই অয়াজ মাহফিল । মাহফিলে শরীক হতে হলে প্যান্ডেল এর ভিতরে এসে শুনতে হবে , কি বোঝাতে পেরেছি ?? ”
হুজুরের এই বোঝানোর ক্ষমতা দেখে আমি পাথর হয়ে গেলাম , আসলে ফুটবলটা মানুষের রক্তে মিশে যাচ্ছে আস্তে আস্তে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মিশে আছে ফুটবল । জয় হোক ফুটবলের

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুঃখ বিলাস

অর্থহীন- অদ্ভুত সেই ছেলেটি

ওয়ারফেজ - প্রতিচ্ছবি